একটা উদ্ভট যুক্তির সহজ সরল জবাব দিয়ে দিলাম।
লিখেছেন লিখেছেন আমীর আজম ০৬ এপ্রিল, ২০১৪, ১২:২৮:২১ দুপুর
কিছু উদ্ভট যুক্তি :
এক বীমা কোম্পানির ম্যানেজার তার এক গিনিপিগ কে বীমা করার গুরুত্ব বোঝাচ্ছে :
ঐ যে অমুক সাহেব আমাদের কোম্পানি তে একটা বীমা করল। এর কিছুদিন পর তার ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ছাই হয়ে গেল। সে যাত্রায় বীমা করা ছিল বলেই তিনি দাড়াতে পেরেছেন।
আর তমুক সাহেব বীমা করার কিছুদিন পর রোড অ্যাক্সিডেন্ট করলেন। তারপর একটা পা হারিয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলেন। তারপর এই বীমার টাকা দিয়ে তার সংসার চলছে।
আপনিও বীমা করুন এবং এদের মত সৌভাগ্যের অধিকারী হউন।
এই রকম সৌভাগ্যের কথা শুনে ঐ গিনিপিগ কি করেছে আমি জানি না।
...................................
এক অসীম জ্ঞানের অধিকারী আমারে বুঝাইতে আইছে :
- মানুষ স্বভাবতই অন্যের উপর নির্ভরশীল থাকতে পছন্দ করে। তারা চায় যখন তারা বিপদে পরে তখন কোন অদৃশ্য শক্তি তাদের সাহায্য করুক। এটা তাদের প্রকৃতি প্রদত্ত চিন্তাভাবনা। এই চিন্তা থেকেই তারা স্রষ্টার অস্তিত্ব কল্পনা করে। আসলে স্রষ্টা বলে কিছু নাই।
আমি কহিলাম : তাইলে মানুষের স্বভাবই হল এই রকম চিন্তা ভাবনা করা, নাকি ?
: একদম ঠিক। এইতো তুমি বুঝতে পারছ।
: তাইলে ভাই, মানুষের স্বভাবই যদি এরকম চিন্তা হয়, এই চিন্তা বাদ দিয়ে কেন আমি ' অমানুষের 'মত অন্য চিন্তা করব।
অসীম জ্ঞানের অধীকারী মুখ কাচুমাচু করে ফেললেন। আর কিছু কহেন না।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন